লেখক : অম্লান ভট্টাচার্য
আকাশ থেকে ঝরে পড়ছে না
মেঘের ঝর্ণা,
আমার শহর আমাকে নিয়ে ভাল আছে,
যদিও ঝগড়া হয় অফিস টাইমে ঐ দু’-তিন ঘণ্টা
আবার বাড়ি ফেরার তাড়ায় কারও
পা মাড়িয়ে দিয়ে বলতে হয় সরি,
আমার শহর আমাকে নিয়ে প্রেম করে
সকালে এলিয়ট পার্কে
দুপুরে চিল্ড বিয়ার নিয়ে নিই দু’জনে
অনলাইন অর্ডার করে
সান্ধ্য আড্ডা জমে যায় কফি শপে,
মন খারাপ হলে খুব ভোরে
ট্রামের ঘন্টা শুনি
শ্মশান ঘাটে বসে বহমান গঙ্গা দেখি
রক্তাক্ত হৃদয় দু’হাতে নিয়ে প্রশ্ন করি
কেন আঘাত পেলে,
মাঝরাতে শূন্য রাস্তার মাঝখানে চিৎ
হয়ে শুয়ে ছায়াপথের তারাদের আলো
যখন চুঁইয়ে চুঁইয়ে আমার চোখের তারায়
মিশে যায় তখনও
জীবনের কিছু শব্দ বোধহয় চিরকালের জন্য
নিষ্প্রাণ থেকে যায়,
আমরা আকাশের নিচে বেঁচে আছি
নিষ্প্রাণ জীবনের কিছু শব্দের সাথে,
কেউ কেউ বলি
মৃত্যুর সাথে সমঝোতা করে
বেঁচে আছি ভালই,
চরম সত্যের সন্ধানে সুখী আমরা
জীবনের সাথে।
লেখক পরিচিতি : অম্লান ভট্টাচার্য
জন্ম ২৫ ডিসেম্বর ১৯৫৭, কলকাতা। স্কুল - ঢাকুরিয়া রামচন্দ্র হাইস্কুল, কলেজ - সেন্টপলস, বিজ্ঞান বিভাগে স্নাতক, কলা বিভাগে স্পেশাল স্নাতক, কারিগরি শিক্ষা, কম্পিউটার ডিপ্লোমা ও টেগোর রিসার্চ ইনস্টিটিউটে শিক্ষা গ্রহণ, কেন্দ্রীয় সরকারি চাকরি অবশেষে ৩১ ডিসেম্বর ২০১৭ অবসর। এযাবৎ তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত, মূলত কবিতা প্রাধান্য পেয়েছে লেখালেখিতে এবং এই সূত্রে চতুর্থ কাব্যগ্রন্থের প্রকাশ।