আমাদের কুমড়োপটাশ

লেখক : প্রসেনজিৎ রায়

কুমড়োপটাশ মানুষ ভালো
স্বভাব ভারী মিষ্টি
কিন্তু যদি রাগ করে সে-
আসতে পারে বৃষ্টি।

হয়তো এখন জঙ্গলে নয় –
পর্দা জুড়ে নাচে,
কুমড়োপটাশ আগেও ছিল
আজও তারা আছে।

কুমড়ো তো নয় সব্জি কোনো
ফলবে পটাশ সারে,
এক পলকে দেখা দিয়েই
মিলিয়ে যেতে পারে।

ভুত নাকি ঐ কুমড়োপটাশ ?
লটপটে তার কান-
জানতে চেয়ে কে বলো আর
হারাবে সন্মান !

রোজ সকালে ইসকুলে যায়-
সঙ্গে তাহার ভুঁড়িযাতায়াতের বাহন জেনো
পাকুড় গাছের গুঁড়ি।

কুমড়োপটাশ রাশভারী খুব-
কেউ করে না হেলা,
কুমড়োপটাশ তোমার, আমার,
সবার শিশুবেলা।

লেখক পরিচিতি : প্রসেনজিৎ রায়
ছড়াকার

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।