লেখক : কুশল ভট্টাচার্য্য
চারিদিকে আমার প্রগাঢ় নির্জনতা
অজস্র মেশিনের বিকট শব্দে, হৃদয়ে প্রতিধ্বনিত অনুকম্পা।
জীবন ও মৃত্যুর মধ্যিখানে দাঁড়িয়ে আমি দেখেছি,
বাঁচার কী পরিমাণ আর্তনাদ… আকুতি!
শূন্য দু’হাত চেপে রেখে
আমি সাক্ষী থেকেছি আমার নিঃস্বতার –
উজাড় করেছি আমার সঞ্চিত ধন ভান্ডার,
আজ আমি নির্ধন এক।
নরক থেকে বহুদূরে এক শুভাকাঙ্ক্ষী;
আবেগঘন অতীতের কথা স্মরণে সেও ফেলে অশ্রুজল।
প্রহর অতিক্রান্ত দেবালয়ে তার,
চোখ তখনও তার সিক্ত বারিধারায়।
অর্থের বাইরে কি অর্জন করেছি আমি?
প্রশ্নটা যেন আমাকে বিধৃত করে হৃদয়ে প্রতি মুহূর্তে।
আজ এই নরক শয্যার বেদনা আমাকে পারেনি হারাতে।
হৃদয় সূক্ষ্ম বিবৃতিতে জানান দেয়, আমার প্রত্যাবর্তনের বার্তা –
আমাকে ফিরতে হবে;
এই নির্বোধ প্রাণগুলির জন্য।
মৃত্যুর দ্বার হতে ফিরতে হবে আমাকে,
রুক্ষ বাস্তবতার মাটিতে মৃত্যুকে উপেক্ষা করে।
লেখক পরিচিতি : কুশল ভট্টাচার্য্য
'লেখার জন্য বাঁচা'। বর্তমানে একটি বেসরকারি সংস্থায় কর্মরত।