আমার আশা

লেখক : অর্ঘ্যদীপ চক্রবর্তী

আমি ভাঙব এ বিশ্বের যত আদি নিয়ম কানুন।
আমি গড়ব এ বিশ্বকে নিজের মতো।
আমি রাঙাব এ বিশ্বকে আমার রক্ত দিয়ে।
আমি নাশিব এ বিশ্বের যত দস্যু-দানো।
আমি ডলাব এ বিশ্বকে আমার পায়ের তলায়।
আমি হাসাব এ বিশ্বকে খিলখিলিয়ে।
আমি গুঁড়াব এ বিশ্বের যত উঁচু ইমারত এক নিমেষে।
আমি করব এই বিশ্বকে সবুজে সবুজ।
আমি ফুঁ দিয়ে এ বিশ্বে ডাকব ঝড়, তুফান!
আমি করব এ বিশ্বকে শান্ত, ধীর।

আমি হবো এ কাল প্রকৃতির আদি পিতা।
আমি হবো এ জগতের রাজার রাজা।
ঝড়, বৃষ্টি, তুফান ঘটবে আমার ভ্রু কুঞ্চিত হওয়ায়।
রবি, চন্দ্র, গ্ৰহ, নক্ষত্র ঘুরবে আমার নির্দেশ মেনে।
এ জগতের সকল প্রাণী ডাকবে আমায়,
ওরাই আরাধনা করবে আমার।
ওদের সুখের কারণ, দুখের কারণ হবো আমি।
ওদের আনন্দের কারণ, ব্যথার কারণ হবো আমি।
ওদের ভরসার কারণ, আস্থার কারণ হবো আমি।
ওদের চিন্তার কারণ, চেতনার কারণ হবো আমি।
এ জগতের-
সকল জ্ঞান, সকল বিজ্ঞান,
সকল জানা, সকল অজানার আধার হবো আমি।
সকল প্রাণী, সকল ক্লীব, এ বিরাট প্রকৃতির মালিক হবো আমি।


লেখক পরিচিতি : অর্ঘ্যদীপ চক্রবর্তী
আমি অর্ঘ্যদীপ চক্রবর্তী। আমার জন্মস্থান ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে। বর্তমান নিবাস বারুইপুর, দক্ষিণ ২৪ পরগণা, ভারত।

One comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum