লেখক : দিয়া উদ্দীন রাকিব
এই সোনালী দেশকে কত ভালবাসি
যতই দেখি তার সোনালী হাসি।
তবুও বলি আমি ভালবাসি তোমায়
হয়তে বা প্রাণের চাইতে বেশি।
নিজের চাইতে বেশি।
হবে! হবে!
বিজয়ের বাংলাদেশ।
সোনালী ধানে জ্বলবে আলো
আলোকিত হবে বেশ।
সোনালী আলো আসবে ঘরে
কাঁদবে ইবলিশ মাঠে-চরে।
আমার দেশ তোমার দেশ
সোনালী মোদের বাংলাদেশ।
লেখক পরিচিতি : দিয়া উদ্দীন রাকিব
দিয়া উদ্দিন রাকিব একজন প্রতিভাবান তরুণ লেখক, যিনি ২০১৮ সাল থেকে সাহিত্যচর্চায় নিযুক্ত আছেন। ২০২৪ সাল থেকে তার লেখা বই আকারে প্রকাশিত হচ্ছে, যার মধ্যে শিশুতোষ গল্প, ইসলামী আন্দোলন, জীবনী এবং কবিতা অন্তর্ভুক্ত। তিনি 'ছাত্র কণ্ঠ' শিশু পত্রিকার সম্পাদক হিসেবেও কাজ করছেন। শিক্ষা: * মনিপুর হাই স্কুল অ্যান্ড কলেজ (২০২২ - বর্তমান) * লিটল ফ্লাওয়ার প্রিপারেটরি স্কুল (২০১৭ - ২০২২) প্রকাশিত বই (২০২৪): * স্বাধীনতার অগ্নিশিখা (শিশুতোষ গল্প) * ইসলামিক শাসনতন্ত্রের পুনরুদ্ধার (ইসলামী আন্দোলন) * মোহাম্মদ: আবু তাহের কর্মজীবনী (জীবনী) * শহীদের রক্তস্রোত পথ (কবিতা) * নিষ্পাপ ফুল (কবিতা) সম্পাদনার ভূমিকা: * ছাত্র কণ্ঠ (শিশু পত্রিকা) দক্ষতা: সাহিত্য রচনা, সম্পাদনা, সৃজনশীল লেখা।