আমার দুর্গতিনাশিনী মা

লেখক : ডঃ অশোক কুমার ষন্নিগ্রহী

কে তুমি লুকিয়ে গেলে আমায় দেখে
রাস্তাধারে গাছের আড়ালে,
চেনো নাকি আমায় তুমি আগে থেকে
কিংবা অচেনা ভেবে লুকালে।
আমি দেখেছি বলে মনে পড়ছে না,
কোথায় তুমি থাক;
আচ্ছা আমি ডাকছি তোমায় মা বলে
এবার তো কাছে এস।
তুমি কি নতুন এই পাড়াতে, কারও আত্মীয়,
ভয় পেও না লক্ষ্মী সোনা;
আমি তোমায় পৌঁছে দেব তোমার বাড়িতে
তুমি বলো তোমার ঠিকানা।
নরাসুরের সংখ্যা হঠাৎ বেড়ে গেছে
কে তুমি মা, দিনকাল ভালো না;
তোমার হাত দেখছি ফাঁকা, আবার তুমি একা,
তোমাকে এভাবে একা ছাড়তে পারিনা।
আচ্ছা মা, আজ বোধনের দিনে ঘুরছ হেথায়
তুমি কি এসেছ কৈলাশ থেকে;
তবে তো তুমি সাহসী, দুর্গতিনাশিনী, অসুরদলনী,
দুষ্কৃতীরা ভয় পাবে তোমাকে দেখে।


লেখক পরিচিতি : ডঃ অশোক কুমার ষন্নিগ্রহী
একজন অবসরপ্রাপ্ত বৈজ্ঞানিক, কবি ও গল্প লেখক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।