আমার পৃথিবী

লেখক : সত্যজিৎ রায়

সাদা মেঘ কালো হতে হতে ঝরে পড়ুক
তোমার দু’ গালে,
তুমি তো ভিজতে ভালবাসো,

তুমি ভালবাসো চাঁদের আলোয় ভিজতে
তুমি ভুলে যাও তুমিও চাঁদ,
সাদা মেঘ, নীল আকাশ, লাল গোলাপ
আমার পৃথিবীতে।

তুমি নদীর জল ছুঁয়ে দেখ
গায়ে ছড়াও শীতলতা,
তুমি ভুলে যাও তুমিও তুষার,
সাদা পাহাড়, বয়ে যাওয়া নদী, কোমল বাতাস আমার পৃথিবীতে।


লেখক পরিচিতি : সত্যজিৎ রায়
নাম সত্যজিৎ রায়। সম্পাদনা করে চলেছেন তরুণদের পত্রিকা “তারুণ্যের ছোঁয়া”। মূলত কবিতা লেখেন , প্রকাশিত কাব্যগ্রন্থ “যদিও আমি প্রেমিক নই ”।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

দীপায়ন ৩ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ছবিতে ক্লিক করুন