আমারই থাক!

লেখক : মিঠু দাস পাল

আজ অনেক দিন পর মেট্রোতে
তোমার সাথে আমার দেখা‌।
বাহন এক হলেও গন্তব্য দুজনের আলাদা,
বড্ড শান্ত দেখাচ্ছিল তোমায়…..

জানি! আজ তুমি অন্য কারোর,
দুজনের দুটি পথ হয়েছে ভিন্ন….
আর পিছু ফিরতে বলব না তোমায়,
সেইসব উষ্ণ মুহূর্ত না হয় আমারই থাক!

ইউনিভার্সিটিতে হাঁটু গেড়ে বসে
ফুল দিয়ে আমায় ভালোবাসা নিবেদন,
রাতে ফোনে গল্প করাট,
একদিনের অদর্শনে সে কী পাগলামো
সেইসব উষ্ণ মূহুর্ত না হয় আমারই থাক !

ভিড় বাসে শক্ত করে হাত ধরা
বৃষ্টিভিজে ঠান্ডা লাগার ভয়ে,
তোমার সেই কী শাসন……
ইনভার্সিটি না গেলে বারবার খোঁজ নেওয়া,
না হয় সেটুকু আমারই থাক!

জীবন থেমে থাকে না কারোর জন্য
বয়ে চলে সময়ের স্রোতে…
জানো!আজ আমি ভালই আছি
একা থাকতে শিখে গেছি।

আজ আমরা একে অপরেের কাছে অন্য,
দুজনের দুটি পথ হয়েছে ভিন্ন।
তোমার জন্য অনেক শুভকামনা….
আর তোমাকে পিছু ফিরতে বলব না !

সব কিছু তো আর ভোলা যায় না,
আমার কাছে সংগোপনে তোলা থাক….
সম্পর্ক নিয়েছে যখন অন্য বাঁক
না হয় সেইসব উষ্ণ মুহূর্ত আমারই থাক !


লেখক পরিচিতি : মিঠু দাস পাল
আমি মিঠু দাস পাল।পড়তে, লিখতে ও জানতে ভালোবাসি।বর্তমানে দিল্লি নিবাসী।ইতিমধ্যে কয়েকটি পত্রিকায় আমার লেখা প্রকাশিত হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum