লেখক : মাহমুদ হাসান রজিব
আমি আমার মায়ের গর্ব হতে চাই,
জানি না, কবে আসবে সেই দিন,
যেদিন বলব গর্বের সঙ্গে —
“দেখো মা, তোমার ছেলেটা পেরেছে,
আর কাউকে শুনতে হবে না,
তুমি আজ থেকেই আমার জন্য গর্ব কর।”
কবে আসবে সে সকাল,
যেদিন বলব তোমায় —
“তুমি শুধু বলো মা,
আমি কিনে আনব এই দুনিয়া তোমার জন্য।”
কবে আসবে সেই হাসির দিন,
যেদিন বলবে তুমি —
“ওই যে আমার ছেলে ,
আজ সে জয় করেছে পৃথিবী।”
আমি কবে হব তোমার কাছে
একজন ভাল ছেলে?
কবে পূরণ করব তোমার সব অভিলাষ?
সে দিন কি খুব দূরে, মা?
না হয়, একটু ধৈর্য্য রাখি—
সেই দিন আসবেই একদিন…
লেখক পরিচিতি : মাহমুদ হাসান রজিব
মাহমুদ হাসান রজিব