আমি এখনও অব্ধি তোমায় বলতে পারলাম না ‘ভালোবাসি’

লেখক : অর্ঘ্যদীপ চক্রবর্তী

আমি এখনও অব্ধি তোমায় বলতে পারলাম না ‘ভালোবাসি’,
তোমাকে যতবারই দেখি যতবারই কাছে আসো,
শুধু বলার চেষ্টা করে যাই-তবু বলতে পারি না।
আমার খাওয়া, ঘুম ত্যাগ হয়েছে তোমায় বলতে পারছি না বলে,
দিনের পর দিন কথাটা জমে জমে আমার শরীরটাকে একটা আস্ত জগদ্দল পাথর বানিয়ে দিয়েছে,
বলতে পারলে বেঁচে যেতাম-
হালকা হতাম!
দরজা জানলা বন্ধ গুমোট ঘরে যেমন স্বস্তির বাতাস ঢোকে হঠাৎ সেগুলো খুলে দিলে,
আমার অবস্থাও তেমন হতো।
কিন্তু না, বলতে আর পারছি না
মনে হয় বলতে পারবও না।
এখন পুরোটাই তোমার উপর।
তুমি বলে ফেলো তাড়াতাড়ি যে, আমায় ভালোবাসো।
আর দেরি কোরো না।
আমার মনের কথাটা বোঝার চেষ্টা করো লক্ষ্মীটি,
না হলে দেখবে হয়তো তোমার ঐ কথাটা যার শোনার দরকার ছিল সেই আর শেষ পর্যন্ত থাকবে না!
২৩/০৯/২০২৩


লেখক পরিচিতি : অর্ঘ্যদীপ চক্রবর্তী
আমি অর্ঘ্যদীপ চক্রবর্তী। আমার জন্মস্থান ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে। বর্তমান নিবাস বারুইপুর, দক্ষিণ ২৪ পরগণা, ভারত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন