লেখক : আন্নী চৌধুরী
আমি কে?
আমি কি মানুষ নাকি অন্য কিছু
আমি যে দূর আকাশে গ্রহনক্ষত্র,
আমি ঊচ্ছ্বাস, আমি শান্ত, আমি অবিরাম ক্লান্ত,
আমি যে আমার আমি কে চিনতে নাহি জানি আমি যে নীহারিকা অগ্নি ধ্রুবতারা
আমি যে নিঃশব্দ পথের পথিক ধূলোমাখা পথে থাকি ছন্নছাড়া।
আমি কে?
আমার আমিকে খুঁজে ফিরে চাই শত কোটি চিন্তার ভিড়ে
আমার আমিকে পেয়ে থাকি স্বপ্ন থাকার নীড়ে।
আমার আমিকে খুজেঁছি অস্তিত্বের মাঝে
আমার আমিতে আছি যে ঘিরে।
আমি আমার উষ্ণ অনুভব এক মাঝে থাকি মানুষ সঙ্গী হিসেবে।
আমি আমার মাঝে একক প্রতিদ্বন্দ্বিতা আমি আমার ব্যক্তিত্বের মাঝে বিচিত্র বর্ণালী স্বপ্নে থাকি ভেসে।
আমি কি আমার মনের আকাশের রংধনু আমার অনুভবের পেল বতা
আমি সারাদিন থাকি আমার চিন্তা চেতনার মধ্যে
হে মহান প্রভু তোমার কথা চিন্তার মাঝে ইন্দ্রিয়গুলো হয় বিবেকতাড়িত নতজানু
আমি আমার আমিকে খুঁজে থাকি প্রবল চিন্তায় চেতনায়
হে প্রভু তোমার কথা চিন্তায় আহত হয় আমার হৃদয় পাখিটা
সে আমার ভগ্নহৃদয় মানুষ প্রতীক প্রতিচ্ছবি
তুমি করেছ হৃদয়কে আকুল আমি হয়েছি ব্যাকুল।
লেখক পরিচিতি : আন্নী চৌধুরী
প্রতিলিপিতে লেখালিখি করতাম সবসময়

