আমি মধ্য নিশিতে হারিয়ে যাব

লেখক : দেব মন্ডল

আমি একদিন হারিয়ে যাব মধ্য নিশিকালে।
কতো হাহাকার করবে সবাই, ডাকবে আয় ফিরে।
কেউ কাটিবে ঝাড়ের বাঁশ, কেউ পাকাবে দড়ি।
কিছু লোকে খুড়বে মাটি, তৈরি হবে মোর নতুন বাড়ি।
চলে যাবো নতুন দেশ, বাঁশের দোলায় চড়ে।
মিথ্যা সংসার টাকা, কড়ি যা ছিলো মোর বাহাদুরি সবই রবে পড়ে।
সঙ্গে যাবে সাদা কাফন সাড়ে তিন হাত জায়গা।
দিনের আলোতে দাফন হবে, রাতে সবাই ফাঁকা।
আমি শুধু পড়ে রবো বাঁশ বাগানে একা।
সঙ্গী -সাথী মোর কেউ রবে না, বিচার হবে শুরু।
পূন্যের ঘড়া শূন্য হলে, ছাড় দিবে না প্রভু।
মা কাঁদিবে, বাবা কাঁদিবে সবই পাবো শুনতে।
হা,পা আমার বাঁধা থাকবে যমের কক্ষে।
রক্ত, মাংস পঁচে যাবে আত্মার বিচার হবে,
জ্ঞানী বলেন সকল কর্মের ফল তোমার ভোগ করতে হবে।
খরাপ কর্ম ছেড়ে সবাই, ভালো কর্ম করো ।
স্রষ্টা ছাড়া আপন কেউ নেই এই ভবে।
তাহার চরণে রাখো মতি তিনি হলেন জগতপতি।
মানব ধর্ম করিয়ো পালন, আত্মা শুদ্ধি আসিবে তখন।
মিথ্যা সব বর্জন করো, সত্যের পথ ধরে।
অনাহারীর মুখে অন্ন দিবে, তুমি অর্ধেক খেয়ে।
তোমার দুয়ারে আসিতে পারেন প্রভু অনাহারীর বেশে।
তোমার চারিপাশের মানুষ যদি তোমায় ভালো বলে।
তোমার মতো ভালো মানুষ হবে না এ ভবে।

তারিখ -২৩/০৯/২০২৪

লেখক পরিচিতি : দেব মন্ডল
আমি দেব .

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন