লেখক : বিপ্লব চন্দ্র দত্ত
দেখ আমি-
পাহাড় টলাতে পারি
পাথর গলাতে পারি
অচল চলাতে পারি।
হাতিকে নড়াতে পারি
গাধাকে পড়াতে পারি
বাঘকে চড়াতে পারি।
খরচ কমাতে পারি
সম্পদ জমাতে পারি
বিদ্রোহ দমাতে পারি।
পারি না কেবল-
তোমার মন ভরাতে,
মনের মত গড়াতে,
প্রেমানল জ্বলাতে,
‘ভালবাসি’ বলাতে।
লেখক পরিচিতি : বিপ্লব চন্দ্র দত্ত
বাংলাদেশ ব্যাংক সিলেট এ অতিরিক্ত পরিচালক পদে কর্মরত আছেন। প্রহেলিক, আয়না, মুখোশ, স্বপ্নডানা নামে 4টি কাব্যগ্রন্থ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। জন্মস্থান-নেত্রকোনা, 20শে কার্ত্তিক,1374

