লেখক : নাফিজ আল মাহমুদ চৌধুরী
এক এর উপর এক ইট দিয়ে তৈরী দালান কোঠা
ভুলে গেছি সেই খড়কুটোর দিন গুলা
ভুলে গেছি কিসে আনন্দ বা কিসেই প্রকৃত সুখ
নিজের আরাম তথা কাটছি যে গাছ-গাছালি
ভাবনি তো একবারও হতে পারে কি পরিস্থিতি।
কলকারখানার বর্জ্য ফেলতেছি নদীতে
মারছি মাছ,নষ্ট করতেছি পানি নিজের অজান্তেই।
আমরা মানুষ সময় এখন সচেতন হাওয়ার
নিজে সচেতন হলে সচেতন হবে দেশ।
নিজের ছোট উদ্যেগে হয়ে উঠবে সোনার বাংলাদেশ।
লেখক পরিচিতি : নাফিজ আল মাহমুদ চৌধুরী
নাফিজ আল মাহমুদ চৌধুরী