আরও একটা দিন

লেখক : তীর্থঙ্কর সুমিত

মুছে যাওয়া দিনগুলো
এখন আয়নার কথা বলে
এক পা, দু’পা – প্রতি পায়ে পায়ে
ইতিহাস জড়িয়ে থাকে
কথা পাল্টানো মুহূর্তে…
“তুমি” নামে একটা ছায়া
আজ অতীতের দরজায় কড়া নাড়ে
ব্যর্থ পরিহাসের কথনে
অসমাপ্ত চিঠি আমার বালিশের নিচে
চোখের জলের…
আরও একটা দিন।।


লেখক পরিচিতি : তীর্থঙ্কর সুমিত
তীর্থঙ্কর সুমিত মানকুণ্ডু হুগলী জেলার বাসিন্দা। পিতা - সমীর ঘোষ, মাতা - তাপসী ঘোষ। ছোটবেলা থেকেই লেখালিখির সাথে যুক্ত। মূলত কবিতা লেখেন। পাশাপাশি গল্প, প্রবন্ধতেও সমান দক্ষ। প্রথম কবিতা প্রকাশ পায় স্কুল ম্যাগাজিনে। স্বাধীনতা সংক্রান্ত কবিতা। বর্তমানে বিভিন্ন লিটিল ম্যাগাজিনের পাশাপাশি বাণিজ্যিক পত্রিকায় ও নিয়মিত লিখে চলেছেন সুখবর, তথ্যকেন্দ্র, শৈব ভারতি, লটারি সংবাদ,কবি সম্মেলন, অন্দর মহল, প্রসাদ, উৎসব,বাংলা স্টেটস ম্যান, সারথি,আলিপুর বার্তা, একুশ শতক, কলেজ স্ট্রিট সহ একাধিক পত্রিকা। দেশের বাইরে ও অস্ট্রেলিয়া, আমেরিকা, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে তাঁর কবিতা প্রকাশ পায়। পুরস্কারের তালিকায় - হাইকু প্রভাকর, কাব্য সুধাকর, শরৎ সম্মাননা, পরমাণু কাব্য সারথি, সাহিত্য দীপক, কাব্য ভাস্কর, কাব্য সাথী , বাঘাযতীন সম্মাননা, কবি রত্ন, কাব্য রত্ন, পারিজাত সাহিত্য গৌরব, পারিজাত সাহিত্য ভূষণ,কাব্য তীর্থ, কবি কর্নিকা, নজরুল সম্মাননা, ম্যাৎসোয়া বাশো পুরস্কার, কাব্য কুসুম সহ একাধিক সম্মাননা তাঁর ঝুলিতে। সম্পাদক - একালের ছিন্নপত্র, আহোরী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum