আর্তনাদ

লেখক : সুস্মিতা সরকার

পৃথিবীতে এসে দেখেছি আমি বহু দুঃখ কষ্ট,
পৃথিবীর এই জরা-ব্যাধি ব্যথিত করে আমারে,
আমি চিৎকার করে উঠি দমফাটা আর্তনাদে,
আর বলে চলি সতত__
এ ধরাভূমি আমার নয়!
এত কান্না, এত বুভুক্ষু মুখ,
আমার হৃদয়কুসুমকে ছিন্নভিন্ন করে,
আমি দূর হতে বহু দূরে চলে যাই আনমনে,
ভাবি এ জীবন আমি যাচি নাই।
রাস্তায় পড়ে থাকা পঙ্গু ভিখারি,
অনাথ শিশুদের ধূলোতে গড়াগড়ি,
আমি সইতে না পারি।
পৃথিবীর এই রঙ রূপের বাহার
সব-ই তুচ্ছ লাগে ভারি,
শতদলেরাও বলে,
পাঁকে জন্মেও কাঁটার খোঁচা মারি।
কি বিভৎস এই কদর্য রূপ !
পৃথিবীর হিংসার্জিত যুদ্ধ দামামা,
বাজলো আকাশ কেঁপে,
অসহায়, অভাগা, ভীতু আমরা,
ভয়ে মরি মরি।
প্রেমশূন্য ঐ বুকের ঝাঁঝালো আর্তনাদ,
শোনো কান পেতে শোনার মতন শোনো,
কত কিছু হারিয়ে বসে আছে ভিখারি হয়ে,
দুর্ভাগ্য হাসে, লোকের উপহাস।
বাঁচাও বাঁচাও বলেছিল __
অন্ধকারে হারিয়ে যাওয়া ঐ মেয়েটি ও,
কেউ আসেনি বাঁচাতে সেদিন,
ঘুমের দেশে মানুষ বিলীন।
হয়নি শাস্তি ধর্ষকদের,
হয়নি বিচারকের জয়গান,
মুখ থুবড়ে পড়ে যাওয়া
আইনের বুকে লেগেছিল,
কালো দাগ।
সমাজ গড়ে, সমাজ -ই ভাঙে,
সমাজের বুকে জেগে ওঠা প্রাণ,
সমাজে তলিয়ে যায়।
কেউ দেখে না তাকে,
কেউ শোনে না আর্তনাদ ।


লেখক পরিচিতি : সুস্মিতা সরকার
পেশাগতভাবে বর্তমানে রামপুর হাই স্কুলে শিক্ষকতা করছেন। পলতা নিবাসী, ভ্রমণ প্রিয় ব্যক্তি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।