লেখক : চঞ্চল মারিক
অতশত আমি জানি না বাপু
ভয় ঠিক কারে কয়,
এইটুকু জানি, মনে মনে মানি,
আমি নির্ভীক অতিশয়।
ডাল ভাত খাই দুপুরে ঘুমাই
দেখি সন্ধ্যায় টক শো,
রবিবাসরীয় মাংসটি প্রিয়,
মাত্র কেজিতে আটশো।
ধৈর্য্য আমার পর্বতপ্রায়
সূর্যের ন্যায় তেজ,
বিপদে পড়িলে, স্বখাত সলিলে
গুটাইয়া রাখি লেজ।
আসলে আমি প্রতিবাদী খুব
চাপিয়া রাখি ক্রোধ,
মরমে মরমে আপোষ মলমে,
শুশ্রূষা করি বোধ।
বিবেক আমার চিরজাগ্রত
চক্ষে জাগিয়া আগ,
সোফাতে বসিয়া, কাগজ পড়িয়া
মুখে মুখে মারি বাঘ।
জানি একদিন আমার হইয়া
লড়িয়া যাইবে অন্য,
বিপ্লবরাঙা স্পন্দিত ভোর
আনিবে আমার জন্য।
লেখক পরিচিতি : চঞ্চল মারিক
জন্ম, বেড়ে ওঠা, শিক্ষা উত্তর ২৪ পরগনার ইছাপুরের নবাবগঞ্জে। বাণিজ্যে স্নাতক। পরবর্তীতে কেন্দ্রীয় সরকারের কর্মী হলেও লেখালিখির উপর আগ্রহ সেই ছোটবেলা থেকেই। মূলতঃ গদ্যের প্রতি আকর্ষণ থাকলেও কখনও কখনও কবিতার হাত ধরে এগিয়েছে লেখালিখি।