অসম্পূর্ণ

লেখক : সৌরভ প্রধান

ফিরিলাম রিক্ত হস্তে
আসিলাম আশাহীন,
আশারত মন বিফলে
যাইবে ভাবিনি কোনোদিন।
ভাবিতাম আমি
আছে মোর স্বামী,
পড়িল যখন জল
রইল না অভীবল।
মোর পিতা সহ মাতা
রয়েছে উপোস ঘরে,
ক্ষুদার জ্বালায় মরিছে হিয়া
অপমানে ভরিছে চিত্ত,
খুঁজিয়া কর্ম গিয়া।
এ ঘর ও ঘর
অফিস কাছারি ঘুরিয়া,
আশা নাহি সফল
হইল বিফল,
ফিরিলাম রিক্ত হস্তে।


লেখক পরিচিতি : সৌরভ প্রধান
বাড়ি:-মেদিনীপুর, পশ্চিমবঙ্গ জন্ম:- 15/8/1997

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন