লেখক : রিঙ্কু চট্টোপাধ্যায়
যাদের রক্তে সাতচল্লিশে,
স্বাধীন হল এ দেশ,
তারা কি জানত, এই পরিণতি,
দলাদলি বিদ্বেষ!
নানান দলের নানান পতাকা,
তেরঙ্গার জন্য দু’দিন!
ছাব্বিশে আর পনেরই
জাতীয় পতাকা উড্ডীন।
তারপর সারাবছর জুড়ে
কাদা ছোঁড়াছুড়ি, দোষা-দোষী।
সাদা কাপড়ে, হাত জোড় করে
ভোটের কালে মিষ্টভাষী!
নেতা-নেত্রীরা টাকার পাহাড়ে,
রাস্তায় আজ শিক্ষকদল,
দু’মুঠো ছুঁড়ে বাকি ভাগ করে
চলছে নিত্য ক্ষমতা দখল।
জনসেবা নয় কেড়ে নিচ্ছে
জনগণের অধিকার,
শিক্ষা, স্বাস্থ্য, চাকরি নয়
হাত পাতা হাত ভিক্ষার।
এই যদি হয় স্বাধীন দেশের
নাগরিকের প্রাপ্য,
বলতে কি পারি আমরা স্বাধীন?
নাকি রূপকথার এই গল্প!
লেখক পরিচিতি : রিঙ্কু চট্টোপাধ্যায়
রিঙ্কু চট্টোপাধ্যায় পুরুলিয়ার এক সাধারণ পরিবারে জন্ম।