লেখক : আহমাদ
আঠারোর এই পরশে
গগন দহনের,ভানু বহণের
আগুছা এই নিদারুণ বয়সে
প্রতি পদে,
নির্দয় নাদে,
সাধনার স্বাদে,
ও নগ্ন নগরীর হাঁটে, চলি নাঙ্গা বেশে।
প্রান্ত ঘেঁষে,
দুঃখে ভেসে, যাচ্ছি হেসে,
যা ঝঞ্ঝাট যত যাযাবর আমারাই কষি ঠেসে।
টেনে-হিঁচড়ে নিয়ে পড়ে অথই-এ,
অকাম্য যত দগ্ধধাঁধা, জুটে এই অসময়-এ।
লেখক পরিচিতি : আহমাদ
শিক্ষার্থী