আত্মার পোড়া স্মৃতিতে

লেখক : উসামা মুবিন জোহার

আমি অদ্ভুত একজন মানুষ,
একই মেয়েকে ভালবাসি প্রাণ দিয়ে,
আবার ঘৃণাও করি প্রাণান্তক ঘৃণায়।
 
তার জন্য ছটফট করি,
তার জন্য রাত জেগে শব্দ বুনি,
তবুও সামনাসামনি দাঁড়িয়ে
দুইটা শব্দও উচ্চারণ করতে পারি না।
 
একতরফা ভালবাসা
এ যেন আত্মাকে ধীরে ধীরে পুড়িয়ে খাওয়ার মত পাপ,
যার শাস্তি দিতে হয়
নিজেকেই, বারবার, নির্দয়ভাবে।
 
তাকে চোখে পড়লেই মনে হয় ভেঙে ফেলি,
আর কাছে এলেই মনে হয়
আমি-ই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ
কারণ সে-ই আমার সবকিছু,
আবার সে-ই আমার শূন্যতা।


লেখক পরিচিতি : উসামা মুবিন জোহার
বিশ্ববিদ্যালয়ের ছাত্র

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।