অতলান্তের আলো

লেখক : আলী ইব্রাহিম

আগুনঘরে রাষ্ট্রের কুশপুত্তলিকা দাহ
যাজকতন্ত্রে জলজমিন ক্রমাগত বৃদ্ধ হয়।
সদাইমাছি রাজপুত হতে চায়,
নিদারুণ কাল; ধ্বংসযজ্ঞে
ত্রিশ লক্ষ মানুষের ইতিহাস ছিঁড়ে খায়।
ভূমিরেখায় আর্নিকা কষ্ট;
সজারু বাতাসে জল প্রার্থনায়
আমাদের দেবদারু বন অপেক্ষমাণ।
অতলান্তে জেগে ওঠে বায়ান্ন
জেগে ওঠে একাত্তর;
মহাপ্রান্তরে ডানা মেলে ওড়ে জলপাখি
আমাদের চোখে ঘুম নেই।
জেগে থাকি মায়ের মুখের দিকে
চেয়ে থাকি পথের দিকে
জয়বাংলায় জেগে ওঠে বাংলাদেশ।
মা আবার মাথা তুলে দাঁড়ায়
জেগে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান
জেগে ওঠে নৌকার নাবিক
জেগে ওঠে মার্চের পর মার্চ;
ঘরে ঘরে অতলান্তের আলো।
মিরা! দেখো!
রোদে রোদে ভরে উঠেছে অবারিত মাঠ।
আলো! আলো! আলো!
অতলান্তের আলো!


লেখক পরিচিতি : আলী ইব্রাহিম
সহসম্পাদক, দৈনিক করতোয়া, চকযাদু রোড, বগুড়া।

2 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন