আয়না

লেখক : কানন সিং

আয়নার সামনে দাঁড়িয়ে দেখছি নিজেকে;
শুয়ে থাকার প্রতিচ্ছবি ক্রমশ প্রকট হচ্ছে ওপারে…
মেরুদণ্ড শরীরের সাথে মিলিয়ে গেছে অনুভূমিক তলে।

চোখ দুটি বিস্ময়ে বিস্ফারিত-
যদিও বিস্ময় মুখ লুকিয়েছে চশমার আড়ালে,
চোখ স্বাচ্ছন্দ্য খুঁজছে।
তাই নেত্রপল্লব তার ওঠানামা বন্ধ রেখেছে এখন।

ডেসিবেলের সহ্যসীমা ক্রমবর্ধিত…
চারপাশে জয়ের উল্লাসধ্বনি,
বিনোদনের আওয়াজে মগ্ন কর্ণযুগল।
শব্দের আর্তনাদকে সে আজ অস্বীকার করে।

সভ্যতার চাকা দ্রুতগতিতে ছুটছে…
তাই পা দুটি আর ছুটাছুটি করে না।
শৌখিন জুতার ভেতরে সে লুকিয়ে রেখেছে নিজেকে,
মিছিলে হাঁটতে সে আজ বাধ্য নয়।

হাতের ব্যস্ততা বাড়ছে ক্রমশ…
ফোনের দৌলতে আজ হাতের মুঠোয় সমগ্র পৃথিবী,
তার অযাচিত চাহিদা মেটাতে সে বদ্ধপরিকর।
অন্যের জন্যে কলম ধরার সময় নেই তার কাছে।

অনুর্বর মস্তিষ্কে অর্গাজম হচ্ছে অবিরত..
উত্তেজনায় সাড়া দিতে সর্বদ সে প্রস্তুত।
প্রতিটা মুহুর্ত উপভোগ করছে অনাবিল আনন্দে,
ভবিষ্যতের ভাবনায় আর চিন্তিত নয় সে।

এখনও প্রখর দৃষ্টিতে তাকিয়ে আছি আয়নার দিকে;
আয়নার কাঁচ ক্রমশ ঝাপসা হয়ে আসছে…
ওপারের জলজ্যান্ত ছবিটা হঠাৎ বিলীন হয়ে গেল।


লেখক পরিচিতি : কানন সিং
লিখতে ইচ্ছে হলে লিখি।নিজের প্রয়োজনে লেখালেখি করি।সময় ও তাড়নার অভাব।ইতিহাস পড়তে ভালোবাসি।

2 Comments

  1. অজ্ঞাতনামা কেউ একজন

    লেখাটা খুব সুন্দর। আগামীতে আপনার আরো কিছু লেখা পড়বার অপেক্ষায় রইলাম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন