আজান

লেখক : সিরাজুল ইসলাম

ভোর বেলার ঐ শুনে
মুগ্ধ হয়ে রই
পৃথিবীর সবচেয়ে মধুর ধ্বনি
আজানকে আমি কই
ঘুমের চেয়ে নামাজ উত্তম
জেনে রেখ ভাই
ঘুম থেকে উঠে সবাই
মসজিদে যাই
চলো মসজিদে যাই
পাচঁ ওয়াক্ত আজানেই শুনি
আল্লাহ মহান
এই আজান দিয়ে করা হয়
মানুষকে নামাজের আহ্বান


লেখক পরিচিতি : সিরাজুল ইসলাম
সিরাজুল ইসলাম

One comment

  1. আবিদা বর্ণা

    ” আজান ” কবিতাটি আমার অনেক পছন্দ হয়েছে। সত্যি আজানের চেয়ে মধুর ধ্বনি আর কোথাও নেই।
    এই কবিতাটির মুসলিমদের বিশ্বাসকে অনেক সুন্দর ভাবে প্রতিফলিত করে। একবার এই কবিতাটি কে করবে তার ঈমান একটু সময়ের জন্য হলেও বৃদ্ধি পাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।