লেখক : দেবাশিস চ্যাটার্জি
বাবা হারালাম, শূন্য হলো আকাশ,
মেঘের মতো ভারী, বুকের অবকাশ।
স্মৃতির পাতা ঝরে, শীতের বাতাস বয়,
হারানো দিনের সুর, নীরবে কাঁদায়।
যে হাতে ধরে শিখিয়েছিলে পথ চলা,
আজ সেই হাত নেই, আমি একা দিশাহারা।
আলো ঝলমলে দিনেও লাগে অন্ধকার,
তোমার অভাব বাবা, এ কেমন হাহাকার?
তবু জানি, তুমি আছো তারার মাঝে,
পথ দেখাবে মোরে, রাতের গভীরে।
তোমার আশীর্বাদ, রবে চিরকাল,
বাবা, তুমি আমার হৃদয়ের সকাল।
যেন আজো শুনি সেই কণ্ঠস্বর,
পিতা, তব হাসি ভাসে দিনভর।
স্মৃতির পাতায় বন্দী সেই মুখ,
নেই তুমি আজ, এ কেমন বিমুখ?
আকাশের তারা বলে গেয়ে যায়,
কোথাও আছো তুমি, ছায়া হয়ে
তোমার দেখানো পথে চলি একা,
বেদনার ঢেউ জাগে মনে থোকা থোকা।
শান্ত নদীর ধারে খুঁজি তোমায়,
হারানো দিনের ছবি হৃদয়ে জমায়।
বিদায়ের সুর বাজে কান পেতে,
আজও কাঁদি আমি, সব স্মৃতি মেটে।
লেখক পরিচিতি : দেবাশিস চ্যাটার্জি
আমি বিগত ১৫ বছর তথ্য প্রযুক্তির সাথে যুক্ত এবং একটি বহুজাতিক সংস্থাতে কর্মরত। পাশাপাশি সাহিত্য জগতের সাথে জড়িত থাকার অভিজ্ঞতা আছে। তাছাড়াও আমি একজন ভ্রমণপিপাসু বাঙালি এবং নিজের অভিজ্ঞতা গুলিকে YouTube এর মাধ্যমে দর্শকমন্ডলীর সামনে তুলে ধরি। আমার রচনাবলী একটু অন্যরকম ভাবে তুলে ধরতে চাই আপনাদের সামনে।