বাবার চোখ

লেখক : কৃপালী চৌধুরী

ছেলেটি জন্মাবার আগে
দেশের জন্য আত্মত্যাগে
শহীদ হয়েছিলেন তার বাবা
পৃথিবীর প্রথম আলো
হয়েছিল আঁধার কালো
চোখ মুছে বুকে নিয়েছিল মা।
ছোট থেকে বাবার ছবি দেখে
গর্ব সহ দুঃখ নিয়ে বুকে
বড় হওয়া তার নিষ্ঠুর জীবন।
মা বলেন ঐ যে বাবার চোখ
সদাই তোমায় দেখেন অপলক
সেই বিশ্বাসে নির্ভীক তার মন।
ভাবে না কখনও জীবনে সে একা
নাইবা হল বাবাকে যে দেখা
সদাই পাহারারত আছে দুটো চোখ।
দেশমাতৃকার পূজা বেদী মূলে
বাবা দিয়েছেন যে জীবন তুলে
সে মহান দানে নাই কোনও শোক।


লেখক পরিচিতি : কৃপালী চৌধুরী
অবসরপ্রাপ্ত শিক্ষিকা। গৌর চন্দ্র ঘোষ গার্লস হাইস্কুল। মঙ্গল বাড়ী মালদা। কবি, শিশু সাহিত্যিক ও ছোটদের পাঠ্যপুস্তক প্রণেতা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন