বাধা

লেখক : মনির উদ্দিন নিয়াজি

যেতে হবে অনেক দূর,
বাধা পিছু ছাড়ছে না।

বাধা ভেঙ্গে এগিয়ে যাই,
বাধার তো শেষ পাই না।

সব পেরিয়ে সফল হব,
কারো বাধা মানবো না।

সবাই তখন বাহ বাহ দিবে,
বাধা তখন থাকবে না।


লেখক পরিচিতি : মনির উদ্দিন নিয়াজি
মনির উদ্দিন নিয়াজি।২০০২ সালের ৩রা এপ্রিল সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন।

One comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন