বাদল দিনে

লেখক : ইউসুফ জামিল

মেঘগুলো এসে দিয়েছে ধরা
নেমেছে বৃষ্টি হয়ে ধরণীতে,
ঘুচেছে মনের সকল খরা
সুখ জমেছে সুখের তরণীতে।

প্রকৃতি মুগ্ধ আনন্দ স্নানে
তারা কেউ তাকায়নি ফিরে,
মুখরিত বায়ু বৃষ্টির গানে
পাখিরা ফিরেছে নীড়ে।

কল্পনারা যেন বাঁধন হারা
মন নিয়ে পালায় অজান্তে,
বয়ে যাওয়া বাদল ধারা
ছুটে চলে দূরে দিগন্তে।

পুরানো স্মৃতিময় শৈশব
মনকে ধরেছে ঘিরে,
হায় পুরানো দিনগুলো সব
আসবে কি আর ফিরে!

বাদল দিনে নিচ্ছি কিনে
সুফলা কিছু স্বপ্ন,
সাজিয়ে তাদের মননে,
জীবনকে করবো উষ্ণ।


লেখক পরিচিতি : ইউসুফ জামিল
বাংলাদেশি কবি ও লেখক ইউসুফ জামিল (English: Yousof Jamil) ঢাকা বিভাগের অন্তর্গত গাজীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই লেখালেখি শুরু করেন। তার প্রথম কাব্যগ্রন্থ "বেলা অবেলার কথা কলি" ওপার বাংলা থেকে প্রকাশিত হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum