ভালো নেই

কবি: সেখ সাবির মোল্লা

ভালো নেই আমি,
তোমার চেনাজানা স্বপ্ননগরীটাও বদলে গেছে,
সোনালী রৌদ্র আর ধরা দেয় না তোমার ভগ্ন ব‍্যালকনিতে,
মেঘেদের বুক হতে বৃষ্টি ধুয়ে দেয় না বাড়ির এককোণের লিকলিকে গোলাপ গাছটাকে।
নীল আকাশজুড়ে কেমন যেন অশনির সংকেত।

ভালো নেই আমি,
পূর্ণিমার রুপালী রাতেও নরপিশাচের দাপাদাপি,
কাব‍্য নেই বিদগ্ধ রাতে,
কবিতারা অভিমান করে আসে না এই পোড়া শহরে,‌
রক্তের অঞ্জলিতে পচা গন্ধ আমার সারা দেহে,
ইরানী আতরের সুবাস উবে গেছে বহুদিন।
তোমাকে যে চোখে ভালোবেসেছি,
কল্পনায় এঁকেছি কতবার,
সেই চোখে এখন আগুন ঝরে দখিনা বিকালেও বারবার।

ভালো নেই আমি,
তোমার চলে যাওয়ার রুক্ষ পথেই বিস্মৃত সভ‍্যতার মায়াজাল।


ছবি: প্রণবশ্রী হাজরা


লেখকের কথা: সেখ সাবির মোল্লা
বাংলা সাহিত‍্যে রবীন্দ্র ভারতী থেকে মাস্টার্স করেছি। মাস্টার্স করেছি সাহিত‍্যের টানেই।ছোট থেকেই সাহিত্য অনুরাগী। সেই সুবাদে সেই ভালোবাসার অনিশেষ আকর্ষণে কবিতার ব‍্যালকনিতে পদার্পন। এরপর কিছু গল্প লিখেছি। সকলের ভালোবাসায় এগিয়ে যেতে চাই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum