ভালো থেকো

লেখক : আলী ইব্রাহিম

আজ আর তোমার অনুগ্রহ চাই না
কোনো সুপারিশ চাই না
তোমার কাছ থেকে কোনো ক্ষতিপূরণও চাই না।
একেবারে মহাশূন্যে প্রস্থান। ভালো থেকো।
কিন্তু আমার সবকিছু না চাইতেও দিয়েছিলাম
তোমার কিছু না থাকা সত্বেও ভালোবেসেছিলাম।
এই বৃক্ষ। এই জল। এই বাগান সাক্ষী।
যা দিয়েছি তা আর ফেরত চাই না।
কিছু বিশ্বাস আর কিছু স্বপ্ন বিচলিত
সহস্র বছর বাঁচার আকাঙ্ক্ষায় সূর্য অস্ত যায়।
তুমি ভালো থেকো। ভালো থেকো।

লেখক পরিচিতি : আলী ইব্রাহিম
সহসম্পাদক, দৈনিক করতোয়া, চকযাদু রোড, বগুড়া, বাংলাদেশ।

4 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum