ভালোবাসা মানে

লেখক : মুসা

ভালোবাসা মানে তোমার দুয়ারে আমি
দাঁড়িয়ে থেকেছি নির্বাক হয়ে চেয়ে অধিকার,
ভালোবাসা মানে তোমার জন্য আমার যতটা
সারা জীবনের যত সংগ্রাম হাটুরে নামার।

ভালোবাসা মানে তোমার দুয়ারে ঘেরা
মান অভিমান থাকি নিশ্চুপ একা একা মনে,
কেটে দিয়ে রাগ মুছে যায় ক্ষোভ তোমার হাসিতে,
ভালোবাসা মানে তোমার জন্য নানা টেনশনে।

ভালোবাসা মানে বাবা-মা- ভাই বোন
মায়ের মমতা বাবার শাসনে যত তদারকি,
ভালোবাসা মানে ছেলের আগামী ভবনা
ভালোবাসা মানে মেয়ের-সুপাত্র দেখি……

ভালোবাসা মানে শশুর শাশুড়ি আহা
মেয়ের জন্য জামাইর দুখে কপালের ভাজে,
ভালোবাসা মানে দৃঢ় বিশ্বাসী কেউ
ভালোবাসা মানে আমরা আমরা কাজে।

ভালোবাসা মানে দেশকে যে ভালোবাসা
অন্য ধর্মকে শ্রদ্ধা জানানো নিজ ধর্মকে মানা,
ভালোবাসা মানে নিজ মঙ্গল সুরে
ভালোবাসা মানে নিজেকে গুছিয়ে আনা।

ভালোবাসা মানে বিনয় ভক্তি আর
আদব কায়দা নম্র ভদ্র সত্য বিচারক ডুবি,
ভালোবাসা মানে মন কেড়ে নিয়ে চলা
আপনা আপনি দুজনে স্মারক খুবই…………


লেখক পরিচিতি : মুসা
শশীভূষণ চর‌ফ্যাশন ভোলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন