লেখক : রাজীব চক্রবর্ত্তী
শ্রাবণের জলছবি ফিকে হয়ে এলে,
আবছায়া রেখাটুকু আঁকড়িয়ে
আঁচড় কাটা শূন্য পাত্রের বুকে,
অন্তহীন অপেক্ষায়…
হয়ত কোথাও জ্বলবে আগুন
উঠবে ধোঁয়া আবেগ হয়ে,
ফেনার বুকে ভাসবে সুবাস
পিপাসিত প্রাণ পা বাড়াবে।
চলতে থাকা, জ্বলতে থাকা
অনিশ্চিতের ভেলায় ভেসে,
কেউ বলে না এমন কথা –
হাত বাড়ালেই বন্ধু পাবে।
আঁকড়ে ধরার নিশ্চয়তায়
পথ বেঁকে যায় অনেক দূরে।
অগ্রাধিকার কেউ পায় না,
শুধুই বিকল্প, সংখ্যার ভিড়ে।
লেখকের কন্ঠে কবিতাটির পাঠ শুনুন –
লেখক পরিচিতি : রাজীব চক্রবর্ত্তী
জন্ম ১৯৭০ সালের ৩০শে ডিসেম্বর, কলকাতার সিঁথিতে। পেশায় কেন্দ্রীয় সরকারী কর্মচারী। দৈনন্দিনতার ক্লান্তি কাটাতেই মূলত: কলম ধরা। বেশ কয়েকটি লিট্ল ম্যাগাজিনে লিখেছেন গল্প, কবিতা। ২০১৭ সালে প্রকাশিত "সংশ্লেষ" নামক গদ্য সংকলনে স্থান পেয়েছে তাঁর মুক্তগদ্য। ঐ একই বছরে সোনারপুর কাব্যমঞ্চ আয়োজিত স্বরচিত কবিতা প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করেন তিনি। ২০১৯ সালে প্রকাশিত "অন্য গদ্য" গ্রন্থে স্থান পেয়েছে তাঁর গদ্য। জীবনের বিবিধ অনুভূতি, বাস্তবতাকে ছন্দে বাঁধার প্রয়াসে তাঁর কবিতাচর্চা।