লেখক : সৌরভ প্রধান
মা পাঠাইছে সেপাই করে
আসছে ছেলে যুদ্ধ ছেড়ে।
যুদ্ধ নয় শান্তি চাই
চাইনা নবশক্তি ছি: আবশ্যকতা
শোষণ করছে দেশ করছো বিলাসিতা!
ভীরু নয় অলসতা
ভীরু নয় অলসতা।
চিত্ত ভরা মায়ের শক্তি
তবুও মন কুঁড়ছে অলসতা!
শক্তি চাই শক্তি চাই
বিপদ কাটিয়ে বাঁচতে চাই।
শত্রুর বন্ধুক মোদের ছুরি লাঠি
আঘাত হানিলে নিশ্চিত পরাজয়,
না দেখাইলে বিভৎসতা
ভীরু নয় অলসতা
ভীরু নয় অলসতা।
মরছে মানুষ অনাহারে গোলা-বোমা- বন্ধুকে
সঙ্গ দিয়া কাটাও অনাহার
তাড়াও গোলা-বোমা- বন্ধুককে।
সঙ্গ সাহস করবে বিবাদী
করবে হানা রাইটার্স,
মোরা পোষ মানা পশুর মতো!
বিদ্রোহী নয় কারো চিত্ত।
যায় না কানে শোষণ-পীড়ন আর্তনাদ
হায়! কি বিভৎস কাণ্ড
বিদেশি অর্থে মন বন্ধ।
চায় না মোদের ভাঙাতে অবয়ব শীর্ণতা
কারা ওরা নেতৃত্ব দাতা
ভীরু নয় অলসতা
ভীরু নয় অলসতা।
ভাঙো অফিস আদালত অমিত্র কাছারি,
ভগ্ন হোক অন্যথা শোষণ পীড়ন
হায়! এখন নবশক্তির অলসতা
সত্যের জয় আজ সত্য বিপর্যয়!
চায়না নবশক্তি ছি: মানসিকতা
ভীরু নয় অলসতা
ভীরু নয় অলসতা।
লেখক পরিচিতি : সৌরভ প্রধান
বাড়ি:-মেদিনীপুর, পশ্চিমবঙ্গ জন্ম:- 15/8/1997