লেখক : সঞ্জিত রায়
ছোট বেলায় গিয়েছিলাম আমার মামার বাড়ি,
সেথায় আমি দেখেছিলাম বিশাল হানাবাড়ি।
লোক মুখে শোনা সেথায় অনেক ভূতের বাস,
সকাল বেলায় হট্টগোলে করত প্রাতঃরাশ।
আমরা ক’জন প্ল্যান করিনু যাব দিনের বেলা,
দেখব সেথায় কেমন ক’রে ভূতে করে খেলা।
যেমনি ভাবা তেমনি কাজ, গেলাম ভূতের তরে,
পথের লোকে দেখি তারা ভীষণ ভয়ে মরে।
ঘরের ভেতর যেই ঢুকেছি, অমনি দেখি চেয়ে,
স্কন্ধকাটা ঘুরে বেড়ায়, ছেলে, বুড়ো, মেয়ে।
হঠাৎ ভয়ে থমকে গেলাম, রক্ত হ’ল জল,
মামি ডাকে, “ওঠ রে খোকা, চা খাবি আয়, চল।“
লেখক পরিচিতি : সঞ্জিত রায়
ছড়াকার ও কবি। সম্পাদক- আসানসোলের অনুভব। কার্যকরী সম্পাদক- কিশোর কোরক।