ভয়

লেখক : শাহিনুর বিশ্বাস

আমি অনেক ভীতু,,,
জানেন?
ইচ্ছে ছিল,
পাখির মতো উড়ে বেড়াব
দেখবো চেয়ে পাহাড়,বৃক্ষ,নদী।
কিন্তু পারিনি,
যদি ফিরে আসতে না পারি, এই ভয়ে।

ইচ্ছে ছিল,
নদীর মত বয়ে চলবো দেশ দেশান্তরে
সকল বাধা বিপত্তি পেরিয়ে।
কিন্তু পারিনি,
যদি কোন ভয়াল সুমুদ্র গ্রাস করে, এই ভয়ে।

ইচ্ছে ছিল,
পৃথিবীর বিখ্যাত সব প্রাসাদ ছুঁয়ে দেখবো,,
অনুভব করবো তার শৈল্পিক কারু-কার্য
কিন্তু পারিনি,
পাছে যদি প্রাসাদের ভিতরে
লুকায়িত হাজারো প্রজার
চাপা আর্তনাদ শুনতে পাই, এই ভয়ে।।

ইচ্ছে ছিল,
কোন এক ষোড়শীর কাজল রাঙা
চোখের পানে চেয়ে রব অনন্ত কাল
দেখবো তার বাঁকা ঠোঁটের হাসি।
কিন্তু পারিনি,
পাছে যদি অনন্ত কাল বাঁচতে না পারি
এই ভয়ে।।

ইচ্ছে ছিল
পাশাপাশি বসে দুজনে পূর্ণিমা দেখবো,
পূর্ণিমা শেষে যখন অমাবস্যায়
সমস্ত পৃথিবী আধারে ঢেকে যাবে
তখন দুজনে হাত ধরে হেটে যাব অনন্তর পানে।
কিন্তু পারিনি,
যদি সেই অন্ধকারে তোমায় হারিয়ে ফেলি
সেই ভয়ে।

 


লেখক পরিচিতি : শাহিনুর বিশ্বাস
মো শাহিনুর বিশ্বাস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum