বিচ্ছিন্ন

লেখক : কাশফিয়া নাহিয়ান

কি করে হয়ে গেছি এত অচেনা ?
কিভাবে কখন কোথায় হয়ে গেছি এত অজানা
পারি না তাকাতে নিজের দিকে
জীবনের বর্ণিল আল্পনাগুলো হয়ে আসছে ফিকে
হারিয়েছি নিজের অস্তিত্ব,হারিয়েছি ভালোবাসা
জীবন সায়াহ্নে এসেও পূরণ হয়নি কোনো আশা
অশ্রু আমার নিত্য সঙ্গী
সময়ের সাথে তাল মেলাতে গিয়ে পাল্টাতে হয়েছে নিজস্ব ভঙ্গি
বেদনা আমার কাছে চুম্বকের মত আকর্ষিত
এক চিরন্তন কষ্ট শিরায় শিরায় হয় প্রবাহিত
কত সম্ভাবনা ছিলো আমার মাঝে
নিজের ইচ্ছা অনিচ্ছাকে কবর দিয়েছি নিজের কাছে
জীবনের কাছে আমি এক প্রশ্নবোধক চিহ্ন
যার উত্তর না পেয়ে আমি সবার থেকে বিচ্ছিন্ন।


লেখক পরিচিতি : কাশফিয়া নাহিয়ান
আমি কাশফিয়া নাহিয়ান।ইংরেজী সাহিত্যে অনার্স মাষ্টার্স।বর্তমানে এসেনসিয়াল ড্রাগস কোম্পানীতে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত।নিজেকে বিকশিত করে বাংলা সাহিত্যের সমৃদ্ধিই আমার লক্ষ্য।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum