বৈশাখী পদাবলী

লেখক : অমিত মুখোপাধ্যায়

এই যে দৌড়ে গেলে হাওয়ায় হাওয়ায়
মাঝখানে রইলো পড়ে বৈশাখের ক্লান্ত দুপুর
রইলো পড়ে ধানী জমি আঁচল বিছিয়ে
যাকে ফেলে একা ওই দৌড়ে গেল তপ্ত হাইওয়ে
রাগে নাকি অনুরাগে, বোঝাই হলো না।
এসব যাওয়াতে খুব মায়া লেগে থাকে,
হৃদয়ের মাঝে শুধু শান্তি পদাবলী চেয়ে
কবিকে যা বসিয়ে রাখে মৌন প্রত্যাশায়
আর থাকে অক্ষরবৃত্তে কিছু মিথ্যে মাথা খোঁড়া…


লেখক পরিচিতি : অমিত মুখোপাধ্যায়
শিক্ষায় মেটালার্জিকাল ইন্জিনিয়ার, পেশায় শিল্পক্ষেত্রে ম্যানেজমেন্ট সিস্টেমের পরামর্শদাতা, নেশায় কবিতাযাপন। বিগত চার দশকের লেখালেখি মূলতঃ লিটল ম্যাগাজিনেই। প্রকাশিত কবিতা বইএর সংখ্যা সাত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum