বৈষম্যের তান

লেখক : দীপঙ্কর সাহা (দীপ)

এই ঐক্যপূর্ণ ভারতে এখনও তো আছে বৈষম্য।
উঁচু জাত নিচু জাতের
এখনও তো আছে পার্থক্য।।
শিশু তো সবই সমান-
কে ধনী কে গরিব
স্কুল কলেজের পোষাকে তো
নেই তার প্রমাণ।।
তবে শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রে
বারংবার বাজে কেন বৈষম্যের তান।।

ভাই-বন্ধু বলে সবাই গাই একতার গান-
উঁচুকে নিচু আর নিচুকে উঁচুতে তোলার ক্ষেত্রে
যোগ্যতা কেন করবে হাহাকার।।
এ কেমন বিচার এ কেমন সাদৃশ্য।।
যদি দেখার মত দেখো
তবে ভারতের সংবিধানেও
এখনও আছে অসাম্য।।

নারী পুরুষ উভয়ই সমান
আধুনিক ভারতে বাজে সেই গান।।
তবে কোন পদক্ষেপ নেওয়ার সময়
নারী পাবে অনেক কিছুতে ছাড়।।
লড়াই তো লড়াই উভয়ই সমান অংশীদার।।
তবে কেন একে পাবে সব অসমর্থ
আর একে পাবে প্রাধান্য।।
জাগো ভারত জাগো ভাবার মতো ভাবো।
সমতা আনার প্রচেষ্টায়
ভবিষ্যৎ প্রজন্মের কাছে
সৃষ্টি হচ্ছে না তো বৈষম্য।।


লেখক পরিচিতি : দীপঙ্কর সাহা (দীপ)
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা শহরে তাঁর জন্ম। ২০০০ খ্রিষ্টাব্দের ১১ই ডিসেম্বর শ্রীমান দিলীপ সাহা ও শ্রীমতি শান্তা সাহার কোল আলো করে এলো। কবিতা গল্প ও শিল্পে বর্তমান সমাজকে করলো আলো

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা জমা দিতে ছবিতে ক্লিক করুন