বন্ধুত্বের মন্দা

লেখক : কবীর হুমায়ূন

বিশ্বজুড়ে বন্ধুত্বের মন্দা চলিতেছে,
পৃথিবীর দেশে দেশে, মানুষে মানুষে;
মানসিক-শারীরিক দূরত্ব বেড়েছে,
স্বার্থলোভে পরস্পর বৈপরীত্য পোষে।
মানুষ এখন একা ভিড়ের মাঝেও,
রাষ্ট্রে রাষ্ট্রে পরস্পর শত্রু ভাবাপন্ন;
বন্ধুত্বের হাতগুলো সহজ কাজেও
এগিয়ে আসে না; এরকম হীনমন্য!

স্বাভাবিক জীবনের জন্য প্রয়োজন
স্বার্থচরিতার্থ, কিংবা বিলাসিতা নয়;
বন্ধুর সাথে বন্ধুর প্রকৃত বন্ধন,
আপদে-বিপদে সুখে-দুখে, বিশ্বময়।
বান্ধব চেতনাহীন রাষ্ট্র ও মানুষ
পরস্পর, নিরর্থক দিয়ে যায় দোষ।


লেখক পরিচিতি : কবীর হুমায়ূন
জন্মস্থান- গজারিয়া, মুন্সিগজ্ঞ, বাংলাদেশ। জন্ম তারিখ- ৩১ ডিসেম্বর, ১৯৬০। বর্তমান ঠিকানা- আগারগাঁও, ঢাকা, বাংলাদেশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up