বঙ্গের মাটি

লেখক : শাহ্ আলম আল মুজাহিদ

এ মাটি বিশ্বে বিরল,
এ মাটি সোনার চাইতে দামী।
এ মাটি শহিদদের দান,
গড়া আছে সৌধের স্তম্ভ।

এ মাটি রক্তে তাজা,
এ মাটি আমাদের গর্ব।
এ মাটির বিপদে আমরা
তার বুকে ঝাঁপিয়ে পড়ব।

এ মাটি বাঙালিকে করে ঊজ্জ্বল,
এ মাটির স্নেহ ও করুণা কত না সুশীতল।
এ মাটিতে সবুজের সমারোহ —
পৃথিবীতে এর মত আছে কি আরও?

এ মাটি অবনীর লীলা,
এ মাটিতে শহিদদের স্মৃতি।
এ মাটি সারা বেলা
গড়ে তোলে প্রেম-প্রীতি।

এ মাটি পাখিদের ডাকে,
এ মাটি ফসলের সাজে।
এ মাটি স্মৃতি বয়ে আনে
প্রকৃতি-প্রেমিকের প্রাণে।

এ মাটি মানুষের হাতে,
এ মাটি ধ্বংসের মুখে।
এ মাটি সাজ বদলায়
প্রতিটি ঋতুতে ঋতুতে।

এ মাটির লোভে পড়ে
কত হানাদার অস্ত্র ধরে!
তবে এ বীর বাঙালি
মুক্তি আনে ফের সাহসের টানে।


লেখক পরিচিতি : শাহ্ আলম আল মুজাহিদ
নাম: শাহ্ আলম আল মুজাহিদ। ডাকনাম: শাহ্ আলম। জন্মস্থান: বাংলাদেশের নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার অন্তর্গত তিতারজান গ্রামে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up