বৃষ্টি

লেখক : আলী ইব্রাহিম

আজ বৃষ্টি নেই
আজ তুমিও নেই।
একদিন এখানে বৃষ্টি ছিল
একদিন এই উঠোনে
তোমার গায়ের গন্ধ ছিল।

আজ তুমি নেই
আজ বৃষ্টিও নেই।
একদিন এখানে জল ছিল
একদিন এখানে হাসি ছিল
তোমার সিল্ক শাড়ি ব্লাউজে।

আজ তুমি অন্য ঘরে
সেখানে পৃথিবীর রঙ হলুদ
তবুও সেখানে বৃষ্টি হয়।

সেখানে গাছের পাতা সবুুজ
পাখির ওড়াউড়ি,
সেখানে আকাশ প্রজাপতি হয়
সেখানে তুমি দেবী;
সেখানে বৃষ্টিও হয়।


লেখক পরিচিতি : আলী ইব্রাহিম
সহসম্পাদক, দৈনিক করতোয়া, চকযাদু রোড, বগুড়া, বাংলাদেশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন