বৃষ্টি ও মৌরি

লেখক : আলী ইব্রাহিম

অনেক দিন পর আজ মৌরির রাষ্ট্রে বৃষ্টি দেখেছি
অনেক দিন পর আজ মৌরিকে মেঘ হয়ে উড়তে দেখেছি
মৌরির মধ্যে বিধ্বস্ত রাত এগিয়ে চলে।
আমি তার অন্ধকারের ভেতর হেঁটে বেড়াই
আমি তার ভেতরের নির্জনতা দেখি ভেতর থেকে।

আমি বৃষ্টির অপেক্ষায় দাঁড়িয়েছিলাম;
আমি মৌরির জলাশয়ে নেমে আছি।
আমি মৌরির কোলাহলে ভিজতে থাকি…
তার উদ্যানে এখন কাঠবিড়ালির ছোটাছুটি
তার আকাশে এখন পাখির ওড়াউড়ি
নাটাইপাড়া থেকে আপুইলে কৈগাড়ি থেকে বেলাইলে
অন্য অনেকের জন্য এখন আর আমার মন খারাপ করে না।

আমি বরফ নিতে গিয়ে তুলে এনেছি জলের উষ্ণতা
আমি রাত ডুবে যাওয়া দেখেছি মৌরির চোখের ভেতরে
আমি সন্ধ্যা লীন হতে দেখেছি মৌরির ঠোঁটের মধ্যে
আমি সূর্য উঠতে দেখেছি মৌরির খোঁপার ভেতর থেকে।

আমি মৌরির অপেক্ষমাণ ভোর দেখেছি, স্বপ্ন দেখেছি
আমি মৌরির বৃষ্টি ছুঁয়েছি আলোড়িত অভিজ্ঞতায়
জলক্রীড়ায় জেগে ওঠে বিরানভূমি, এই মরুপ্রান্তর;
আমি ঈশ্বরকে চাইতে গিয়ে মৌরিকে চেয়ে এসেছি
আমি দ্রৌপদীকে ভালোবাসতে গিয়ে মৌরিকে ভালোবেসেছি।

লেখক পরিচিতি : আলী ইব্রাহিম
সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum