বৃষ্টির দিনে

লেখক : মোঃ আফজাল হোসেন

বারিদ থেকে বারি পরলে বৃষ্টি হয়।
বৃষ্টি মনের জমানো কথা গুলো হয়।
মেঘ করলে গুড় গুড়,
বৃষ্টি পরে টাপুর টুপুর।
পূর্ণ নদী,নালা,ডোবা,পুকুর।
জাল ঝারতাম  সকাল দুপুর,
পাইতাম হরেক রকম মাছ।
কই,পুটি আর টাকি মাছে
ভর্তি সাবার পাত্র তাতে।
আলু,বেগুনের তরকারি
পুটি মাছের চুরচুরি,
খাইতাম পেট ভর্তি করি।
বেশি করে পিয়াজ দিয়ে
কই মাছ ভোনা করে
খাইতাম মনের মত করে।
বাদলা দিনে বিকাল বেলা
খেলতাম হরেক রকম খেলা।
ফুটবল আর লুডু ছিলে প্রিয় খেলা।
চানাচুর আর মুড়ির মাঝে
কাটতো সবার সকাল সাঝে।
বৃষ্টির দিনে অলস দুপুর,
মা করত কাটুর- কুটুর।
নকশি কাথা আর ফুলের মাঝে
কাটতো মায়ের দুপুর -সাঝে।
বৃষ্টির দিন সারা বেলা
বাবা করতেন তাস খেলা।
বাদল দিনে সারা বেলা
ছোটরা করতো রান্না-বাড়ি খেলা
মেঘ থেকে পানি নামলে বৃষ্টি হয়।
বৃষ্টি মনের জমানো কথা গুলো কয়।


লেখক পরিচিতি : মোঃ আফজাল হোসেন
মোঃ আফজাল হোসেন,গ্রাম -লাট,উপজেলা -সুজানগর, জেলা-পাবনা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum