ব্যস্ততা

লেখক : ড. মিতালি চক্রবর্তী

কোথাও শঙ্খ, কোথাও ঘণ্টাধ্বনি, কোথাও আজান।
চাওয়া পাওয়ার টানাপোড়েনে বোনা
এই পৃথিবীর ইজেলে, ছবি আঁকে মানুষ।
উত্তরে ঘর ভাঙে, দক্ষিণে ফুরোয় ছুটির কারুকাজ,
লাস্যে থাকুক সেলিব্রিটি!
এই যে যন্ত্রণা-অপেক্ষা-উপেক্ষা নিয়ে সাপলুডোর চৌখুপী,
কেউ মাথায়, কেউ বা পায়ে, যখন-তখন!
কথা না রাখার প্রতিযোগিতায় ছুটতে ছুটতে
ছুঁয়ে ফেলছি বিমর্ষ সব টর্ণেডো,
গাণিতিক সফলতার বড় বড় হোডিং
সময় দেয় না, তলিয়ে দেখতে,
আপাদমস্তক ‘আমি’-কে।
যে নিরন্তর শুশ্রূষা পূর্ণতা দেয় প্রাণকে,
বড় অভাব তার।


লেখক পরিচিতি : ড. মিতালি চক্রবর্তী
ড. মিতালি চক্রবর্তী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up