চাকরি করব

লেখক : সুমন সূত্রধর

চাকরি করব ,চাকরি করব, হিড়িক উঠে ভাই–
চাকরি কী যে ভাতের খাবল মুখে পুরি তাই।
খেয়ে দেয়ে নেইকো কি কাজ ? মাথার মধ্যে ঘোরে, 
ব্রেনের মধ্যে চাকরি ছাড়া–আর কিছু কী চরে!
এই দুনিয়ায় চাকরি পাওয়া। বিশাল ভাগ্যের ব্যাপার ! 
পেয়ে গেলে তো মনে হয়, ষড়ভুজ এর পেপার।
কত খাটনি,কত পরিশ্রম লেগেই আছে তাই, 
ভালো কে জানে তোমার থেকে অন্যকে জানাই।
কত ব্যর্থতা, কত দুঃখ  বয়েই নিয়ে আছি ;
সে সব কি ফেলার জিনিস, সঙ্গে নিয়েই বাঁচি।
হাল ছাড়তে চাই না যে মন, করব বারংবার।
এভাবে তো উঠবে তুমি,  উচু শিখর পার।
চাকরি পেলে টাকা থাকলে, জীবন হবে সুখী !
এই ভাবনা মনকে করে –  আরো ছেঁড়া রুটি। 
কর্ম তা যে ধর্মের সমান  ঈশ্বর, আল্লার প্রাণ; 
এই বন্ধনই মনকে করে , সম্পর্কই মহান ।


লেখক পরিচিতি : সুমন সূত্রধর
সুমন সুত্রধর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum