লেখক : আসহাবে কাহাফ
প্রেমিকা নিয়ে চাটগাঁ গেলে –
সিআরবি’র হাসপাতাল নয়, হাওয়া খাবো, বিশুদ্ধ হাওয়া!
শিরিষতলার পাতাদের গণসংগীতে, জনতার ঊর্ধ্বমুখী গর্জনে
দলে দলে মোড়ে মোড়ে প্রতিবাদ সভার ব্যানার ফেস্টুনে
বালিকার সুডৌল স্তন রূপ স্থির ক্ষিপ্র প্ল্যাকার্ডে
অগণিত চঞ্চলা তরুণীর উদ্যত সবুজকন্ঠেও
যে রাষ্ট্রের ঘুম ভাঙ্গেনি
তার বুকে রক্ত ঢেলে দেবো, রক্ত!
রক্তের লহরীতে ফুলেফেঁপে উঠবে যৌবতী কর্ণফুলীর বুক
হে রাষ্ট্র, তুমি কেবল মনে রেখো;
আমরা চাটগাঁইয়া লোক!
লেখক পরিচিতি : আসহাবে কাহাফ
আসহাবে কাহাফ কবির ছদ্মনাম। তিনি একজন কবি ও প্রাবন্ধিক হিসেবে পরিচয় দিতে সাচ্ছন্দ্যবোধ করেন। তিনি ১৪এপ্রিল ১৯৯২ সালে চট্টগ্রামের পটিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। ।
ভালো লাগলো।
যৌবতী বলে কোনও শব্দ হয়?