ছত্রিশ বছর পর খুঁজে পেয়েছি

লেখক : মিটু সর্দার

ছত্রিশ বছর দৌঁড়িয়েছি রঙিনের পিছে
ছত্রিশ বছর পর বুঝতে পেরেছি সব মিছে!
ধুসর ছবির মতো ধূসর জীবন
চশমার রঙিন গ্লাসে রঙিন ভুবন।
ছত্রিশ বছর পর মেনে নিয়েছি বাস্তবিকতা
দেখেছি খালি চোখে পৃথিবীর ধূসরতা!
রাষ্ট্র দূর করতে পারেনি বেকার ছেলেটির দুখ
রাঙাতে পারেনি ছিন্নমূলদের মুখ।
আমিও হাঁটছি পুরনো জরাজীর্ণ পথে
অনেকেই চলছে দেখি অবৈধ রথে!
নিঃশব্দে ভেঙেছি বহুবার, গড়েছি নীরবে
তারপরও চলছি স্বগৌরবে!

যতবার চড়েছি কৃষ্ণচূড়ায় করতে জীবন লালে-লাল
ততবারই আঘাত পেয়েছি হাতে, ভেঙেছে ডাল।
রঙিন স্বদেশ, আমি সাদা-কালোতেই আছি বেশ
বিরহের পোকারা শেষ হয়েও যেন হয়না শেষ!
ওরা প্রজাপতির মতো মেলেছে ডানা
হৃদাকাশে উড়তে ওদের নেইকো মানা।
সাদাতে হয়েছি সাদাসিধা,কালোতে হয়েছি ভালো
জোনাকির মতো অন্ধকারে জ্বালি মিটিমিটি আলো!
হাজার বছর পর উল্টে দেখো মহাকালের পাতা
আমার এই ধূসর ছবি সেদিন বলবে কথা।

ছত্রিশ বছর দৌঁড়িয়েছি রঙিনের পিছে
রং খুঁজেছি হোয়াইট হ্যাভেন,গোলাপী,শেল বীচে!
দেখেছি কেবল অর্ধনগ্ন রঙিলা নারী –
পলিথিন মুড়িয়ে বালুর উপর বানিয়েছে বাড়ি।
ছুঁতে নীল আসমানের নীল
পাড়ি দিয়েছি কতো পাহাড়-পর্বত-বিল
কখনো উড়ে গিয়েছি হয়ে চিল,ছুঁইতে পারিনি নীল
পেয়েছি বিভৎস, কদাচিত পোড়া দীল।

ছুঁতে চাইনা রামধনুর
বেগুনী, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা ও লাল
কেটেছি আমি সাদা-কালোর বিস্তৃত খাল
ছত্রিশ বছর পর খুঁজে পেয়েছি ভাঙা তরীর পাল।
জ্বি হুজুর, জ্বি হুজুর ছাড়ো,হৃদয়ে সত্যের প্রদীপ জ্বালো
বলতে শিখো সাদাকে সাদা, কালোকে কালো
মৃত্যুর পর সঙ্গী হবে সাদাকালো।

লেখক পরিচিতি : মিটু সর্দার
মোঃ আকাইদ-উল-ইসলাম (মিটু সর্দার)। ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের অন্তর্গত বড়মুড়া গ্রামে ১৯৮৭ সালের ১০ই নভেম্বর, এক সম্ভান্ত্রশালী মুসলিম পরিবারে কবির জন্ম। কবির পিতার নাম নূরুল ইসলাম (মাষ্টার) আর পিতামহের নাম আলতাব আলী সর্দার। কবির চার ভাই এবং দুই বোন। কবি যখন ছোট তখন মা এবং বড় ভাইকে হারান। ভাইবোনের মধ্যে কবি তৃতীয় এবং ভাইদের মধ্যে দ্বিতীয়। কবির যৌথ কাব্যগ্রন্থ "অনুভবের সব রঙে তুমি, রমজান সংকলন, কাব্যের উঠোনে শব্দ নাচে, ইত্যাদি। কবির ছোট বেলা থেকেই কবিতা লিখা সখ । স্কুল জীবন থেকে মাঝেমধ্যে কবিতা লিখতেন। কবি গ্রামের অন্যায়, অবিচার, নির্যাতন, জোরজুলুমের বিরুদ্ধে প্রতিবাদী লিখা লিখতেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum