লেখক : ক্যামেলিয়া আফরোজ
আমাকে কথা বলে নীরবতা ভঙ্গ করতে হয়েছিল,
যেহেতু আমি বসে ছিলাম একটি চায়ের কাপ হাতে নিয়ে,
আকাশ ঘন কালো অন্ধকার হয়ে ছিল,
আলোর একটি রেখাও যেন খুঁজে পাওয়া যেন কঠিন ছিল;
অনেক কথাই যেন আসে মনে বুদবুদের মতো;
যদিও জীবনটা খুবই সংক্ষিপ্ত, কিন্তু মনে হয় কতই না দীর্ঘ,
যেন অনেক কিছুই করার আছে, যতই ভুল হোক না কেন;
অনেকটা সময় মানুষ ব্যয় করে মনকে দৃঢ় করতে আর একটি সঠিক সিদ্ধান্ত নিতে,
এটিই সঠিক সময় মনে করে আরও একটি চুমুক দিও তোমার চায়ের কাপে…
লেখক পরিচিতি : ক্যামেলিয়া আফরোজ
একজন লেখিকা