চেতনা থেকে স্বাধীনতা

লেখক : ইউসুফ জামিল

টুঙ্গিপাড়ার একটি যুবক
বঙ্গবন্ধু শেখ মুজিব যাঁর নাম,
দেখিয়েছিলেন মুক্তির পথ
নায়ক বাংলার মুক্তির চেতনার।
বুকে নিয়ে দেশ প্রেম
বাজি রেখে প্রাণ,
জাগ্রত করেছিল বাংলার জনতা
স্বাধীনতার স্বপ্ন করেছিল সঞ্চার।

যাঁর কন্ঠের বজ্র ভাষণে
গর্জে উঠেছিল লাখো প্রাণ,
জাতি শুনেছিল মুক্তির বার্তা
জীবন করেছিল দান।
রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ
বাংলার মাটি, ঘাস, মাঠ-ঘাট,
আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়েছিল
মুক্তি চাই মুক্তি চাই।

মুক্তিকামী বাঙ্গালী জনতা
চেয়েছিল স্বাধীনতা, চেয়েছিল অধিকার,
শত্রুরা চালায় জুলুম নির্যাতন
চলে নির্মম গণহত্যা, অবিচার।
ইতিহাসে রচিত হয় ঘৃণিত কালো রাত
বিপন্ন হয় কোটি বাঙ্গালীর প্রাণ,
পড়েছিল অগনীত শহীদের লাশ
তবু অটুট ছিল বাঙ্গালীর মুক্তির অঙ্গীকার।

যখন মানুষের শত্রু মানুষ
স্বাধীনতার বিরোধিতায় পরাধীনতা,
প্রাণের বিপরীতে বুলেট ছিল সোচ্চার।
রোধ্য ছিল পথ
অবিকার ছিল স্বপ্ন,
স্বাধীন হবে দেশ একটিই অঙ্গীকার।

এর পর কেটেছে দীর্ঘ নয়টি মাস
হয়েছে রক্তক্ষয়ী যুদ্ধ,
বাঙ্গালী হেঁটেছিল দীর্ঘ কঠিন পথ,
বিসর্জন দিয়েছিল এক সাগর রক্ত-
লাখো শহীদের প্রাণ।
কত মা হারিয়েছিল তার নাড়ী ছেঁড়া ধন
সন্তান হারিয়েছিল পিতা,
অজস্র ত্যাগের বিনিময়ে
অর্জিত হয়েছিল বাংলার স্বাধীনতা।


লেখক পরিচিতি : ইউসুফ জামিল
ইউসুফ জামিল বাংলাদেশী কবি ও লেখক। তিনি ঢাকা বিভাগের অন্তর্গত গাজীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি সাধারণত কবিতা ও ছড়া রচনা করেন। তার প্রথম যৌথ কাব্যগ্রন্থ "বেলা অবেলার কথাকলি" ওপার বাংলা থেকে প্রকাশিত হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন