চরিত্রহীন

লেখক : চয়ন সমাদ্দার

আমিই প্রথম দীর্ঘতম চুমো
প্রথম আমিই আকাশ, মাটি, ঢেউ
মড়ার পাশের রাত

ঘৃণ্য আমিই,  প্রতিকামী
আদুল হাতে কেয়ূর –
আমার ভালোবাসা নিয়ে
পিরিত অকস্মাৎ, গেরস্থালির
তাপকে ডেকে বললে, এবার ঘুমো।

তাই প্রতিদিন পা টেনে পথ চলা
গন্ধ-স্পর্শ- ভিন্ন স্বাদের কাছে
হলদে পাতার স্তুপ
অপ্রসঙ্গ বিলাবলও নিথর হয়ে আছে

বন বাতাসের আদুরি শ্বাস
সাবধানী, নিশ্চুপ
আমার দু’ঠোঁট গয়না হলো
দেবোত্তরী গলার।

তারা ভেঙে মেঘ ঘনাবে কালো
জলের ধারা আউশ নেবে বুকে
নোনতা যোনি তোর

আমার বুকের গন্ধভরা
দু’চোখ বন্ধ সুখে
মন্দাক্রান্তা জন্ম দেবে
যখন ললিত ভোর

জমির বেড়া উপড়ে নেবে
বেদাগ, প্রত্নআলো।

 

লেখক পরিচিতি : চয়ন সমাদ্দার
চয়ন সমাদ্দার পেশায় শিক্ষক ও নেশায় পাঠক। অল্পবিস্তর লেখালেখিও করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন